আমার ভাবনার দুয়ার খুলে
সৌরভ ছড়ানো সময়গুলো, স্বাক্ষ্য দিচ্ছে
নেতিয়ে পড়া এক জাতির।
দেখতে ঠিকঠাক পুরোদস্তুর মানুষ, রক্তমাংসের।
রাগ, ক্রোধ-হিন্সা সম্বলিত মানুষ।
কিন্তু ভীতু, চরম ভীতু
ঠিক আমার মত।
দু'চোখ দিয়ে দেখি আর চুপচাপ
বলি না কিছুই, হয়না সাহস।
ভয় পাই, মার খাবার ভয়-মরণের ভয়।
ভয়েই জীবনটা আধ মরা হয়ে পড়ে থাকে সর্বজয়ার মত।
অথচ সেই আমি-ই আবার
ঘাড়ের দুইপাশের রগ ফুলিয়ে
চিত্কার করে প্রতিবাদ করি, দর্ষণ ঝাড়ি
মোড়ের চায়ের দোকানে, ঠোটে থাকে উষ্ন চায়ের পরশ।
কোথাও আন্দোলন কিম্বা প্রতিবাদ দেখলে বিরক্ত হই।
বিরক্ত হই, বলি উচ্ছন্নে গেল দেশটা।
আমরা কাপুরুষ তো আছি-ই
এখন হচ্ছি অমানুষ-কাপুরুষ।