আহো ভাতিজা আহো,
এইখানে এই টুলে
একটু খানি বসো।
দুটো কথা যদি কই?
কি জানি, কি হয়?
আজ কালকার সব,
ছাওয়াল পোলা।
কথা কইলেই দেখায় তেজ,
কাচুমাচু হয়ে থাকি আমরা বুড়া।
আহো ভাতিজা আহো
এইখানে এই কেদারায়
হেলান দিয়া বসো।
কও তো নতুন দিনের কথা?
নতুন ভোর, নতুন দিন
একটা নতুন জাতি।
খুব দরকার বুঝলে ভাতিজা
ভাংতে আধার রাতি।