প্রস্ফুটিত ফুল, অদৃশ্য ভরসায়–
সাজানো বাগানে আগুনের শিখা ঢেলে!
শহরে দিকে, ভালো মানুষের দিকে ছুটে আসে!
তারপর সেখানে এসে–
ঘর বাঁধতেই কালবৈশাখী ঝড়, ফুলের গোড়ার মাটি এবং ভরসা
উড়িয়ে নেয়, অনায়সে!

রবের ভরসায়, যে ফুল আস্থা রাখতে শিখেনি
সেই তো মানুষের ভরসায়, আগুনের বুকে সাঁতার কাটতে উত্তাল হয়ে উঠে
ফুলটি জাহান্নামের দিকে ছুটে আসে, ভুল ভরসায়।

০৫-১২-২০২২ (ঢাকা, আশুলিয়া)