চোখের পাতার ঘুম টুটেছে
বুকের জমিন তপ্ত রোদে
করছে হাহাকার,
কে এলে গো ভোর-বিহানে আমার ঘরের ধার?

আমার এখন বাসতে মানা
পরের চোখে হাসতে মানা
ঝরছে দিলের খুন,
কে এলে গো ভুল ঠিকানায়, বসন্ত ফাগুন?

আমার এখন একলা চলা
আমার এখন একলা বলা
অভ্যাসে ভরপুর,
শোনতে এলে কে গো আবার, আমার গানের সুর?

ঝরা ফুলের সুবাস নিতে
নতুন ফুলের মালা দিতে
এসেছো যে ফুল,
আগের মতো হাত বাড়িয়ে করব না সে ভুল...
১৩-০৩-২০২৩