অভিনয়
আমি আসব বলে–ঠোঁটে করেছো রং
আমি আসব বলে–কানে পরেছো রিং
আমি আসব বলে–কপালে দিয়েছো টিপ
আমি আসব বলে–চুলে পরেছো বেনী
আমি আসব বলে–গায়ে মেখেছো সুগন্ধি
আমি আসব বলে–পায়ে দিয়েছো নূপুর
আমি আসব বলে–শরীরে পরেছো বেনারসি

অতঃপর আমার আসা হল।
প্রেমের সাগরে ভাসা হল।

ধোঁকা
সে আসবে বলে–বাতায় রেখেছো খোলা
সে আসবে বলে–কপাট দিয়েছো খুলে
সে আসবে বলে–আমায় দিয়েছো পাহারা
সে আসবে বলে–নিদ্রা দিয়েছো ছেড়ে
সে আসবে বলে–বুকে পরোনি ওড়না
সে আসবে বলে–শরীর করছো নগ্ন
সে আসবে বলে–বিছানা করেছো বাসর

অতঃপর তার আসা হল।
সুখের সাগরে ভাসা হল।