এক দেখাতেই বালিকার প্রেমে পড়েছি!
ভালোবাসি বলার জন্য-
অচেনার দূর পথ ছুটে চলেছি!
তবুও বলতে পারিনি।

কারণ তো আছে?

যে মানুষ আমার কবিতার ভাবনায়,
রচিত গল্পের শব্দ চেতনায়, মানে খুঁজে না,
তার সাথে আমার প্রেমালাপ হবে না।

যে মানুষ আমার মুখের ভাষায়,
কাজল চোখের স্নিগ্ধ নেশায়, প্রেম দেখে না,
তার সাথে আমার প্রেমালাপ হবে না।

যে মানুষ আমার গানের সুরে,
ঠোঁটে ছোঁয়া বাঁশির সুরে, মন নাড়ে না,
তার সাথে আমার প্রেমালাপ হবে না।

যে মানুষ আমার হাতের গোলাপ,
গুনগুন করা প্রেমের বিলাপ, শুনেও শুনে না,
তার সাথে আমার প্রেমালাপ হবে না।

যে মানুষ আমার উদাস চলার,
ছোট ছোট করে কথা বলার, কারণ খুঁজে না,
তার সাথে আমার প্রেমালাপ হবে না।

ভালোবাসি। তবুও বলতে পারি না।