বালিকা, নতুন এক স্বপ্নের জন্যে দাঁড়িয়ে আছে
সেই সকাল হতে এখনো দাঁড়িয়ে আছে
বিকেল ঘনীয়ে আসে তবুও দাঁড়িয়ে আছে
দাঁড়িয়ে আছে অচেনা, অজানা সুন্দর এক পুরুষের ভিটেমাটি বরাবর!

একজন বালিকার দাঁড়িয়ে থাকার কারণ যদি-
পুরুষ হয়!
পুরুষ কী আর পাথর হয়ে থাকতে পারে?
পারে না।
পুরুষ তখন পুরুষের নিয়মেই বালিকার দিকে এগিয়ে যায়...
অতঃপর সাহস বুকে নিয়ে জিজ্ঞেস করে–
বালিকা, অপেক্ষার সময়টুকু কতোটা বিষাদের?
পুরুষের এমনটা প্রশ্নের উত্তরে
বালিকা হাউমাউ করে কেঁদে উঠবে
পুরুষ কখনও প্রস্তুত ছিল না।

সত্যিকারের কান্না, মানুষকে তার মোহনায় পৌঁছে দেয়।
বালিকা তার মোহনায় পৌঁছে যায়।
অতঃপর জমে উঠে নতুন এক আনন্দের কলরব। ধ্বনিতো হয়-
পুরুষ এবং বালিকার ঠোঁট হতে "ভালোবাসা" শব্দটি।
সেই থেকে "ভালোবাসা" শব্দটি–
পুরুষ
এবং
বালিকার।