দুটো পরিবার মিলিত হয়ে, কবুল করায়।
তারপর প্রথম রাতেই, এক বিছানায়–
জড়াজড়িতে ঘুমোবার অনুমতি দেয়!
আমরা গভীর রাতের অপেক্ষায় থাকি...
তাহাজ্জুদের সময়। আকাশ সাক্ষী–
এই প্রথম, আমরা আচানক কোন ভুল করতে চলেছি!
একে, অপরের বুকে লেপ্টে থেকে।
লজ্জাবতী নারী!
খুব কাছে আসতে গিয়ে বলল,
এতোটা কাছে এসো না! এতোটা স্পর্শ করো না!
গলে যাবো আমি!
অন্যরকম গলে যাবো, মোমের মতো!
উত্তরে বললাম, দোষ কী তাতে?
শরীয়তে সুখ আছে, যৌবন বাঁচে।
এসো চুম্বনে মাতি...
তারপর ক্রমাগত ঠোঁটের চুম্বনে–
সে গলে যেতে শুরু করল!
আমিও নরম তুলোর মতো, নরম হলাম।
এভাবে মধ্যরাতে কত শত দিন, আমরা উলঙ্গ হলাম।