তুমি নেই বলে ওগো প্রিয়
জল চোখে, দেহে নেই প্রাণ,
তুমি নেই বলে ওগো প্রিয়
ব্যাথা বুকে, ফুলে নেই ঘ্রাণ।

তুমি নেই বলে ওগো প্রিয়
শূন্যতা– করছে বিরাজ,
তুমি নেই বলে ওগো প্রিয়
একাকার– হৃদয়ের সাজ।

তুমি নেই বলে ওগো প্রিয়
সুখ নেই, পাখির গানে,
তুমি নেই বলে ওগো প্রিয়
বাঁশি-সুর আঘাত হানে।

তুমি নেই বলে ওগো প্রিয়
আলোর– হল না উদয়,
তুমি নেই বলে ওগো প্রিয়
যৌবনে এতো পরাজয়।

তুমি নেই বলে ওগো প্রিয়
মৌ-পাখি– আসেনা বাগে,
তুমি নেই বলে ওগো প্রিয়
বাগনটা ভরেগেছে নাগে।

তুমি নেই বলে ওগো প্রিয়
চোখে জল, করে টলমল,
তুমি নেই বলে ওগো প্রিয়
সবকিছু সাগর-অতল।