আমি আর তুমি দুজনায়
পথ খুঁজি দূর অজানায়
যেখানে স্বপ্ন বাঁচে
যেখানে পাখিরা নাচে
সেখানে গড়ব বাসা
আমাদের ভালোবাসা
ছুটে চলে ফুল মিনারায়।
আমি আর তুমি দুজনায়
পথ খুঁজি দূর অজানায়
যেখানে পদ্ম ফোটে
রঙিন আলো উঠে
সেখানে হারাবো দু'জন
হৃদয়ের নব আয়োজন
ঝরে পড়া জীবনের স্বপ্ন আঁকায়।
আমি আর তুমি দুজনায়
পথ খুঁজি দূর অজানায়
যেখানে মানুষ আছে
মানুষের প্রাণ বাঁচে
সেখানে কাটাবো জীবন
পাড়ি দেব সমুদ্র-বন
ভয় নেই চোখের-ই পাতায়।