পৃথিবীর যতসব অপমান আছে আমাকে দাও
তবে খুব নির্জনে দাও, নীরবে দাও, নিস্তব্ধে দাও
মনে রেখ, তোমার মত আমিও মানুষ...

আমারও মা আছে, ভাই আছে, আছে বোন,
আছে সমাজ
আমাকে কেউ না কেউ বিশ্বাস করে
আমাকে কেউ না কেউ স্নেহ করে
আমাকে কেউ না কেউ শ্রদ্ধা করে
আমি তোমার পায়ে পড়ি, হাতে ধরি
আমাকে অপমান যদি করতেই হয়
তবে খুব নির্জনে কর, নীরবে কর, নিস্তব্ধে কর
মনে রেখ, তোমার মত আমিও মানুষ...

আমারও সম্মান আছে, ইজ্জত আছে, আছে স্বপ্ন, আছে প্রেম
আমিতো কারো না কারো ছাত্র
আমিতো কারো না কারো শিক্ষক
আমিতো কারো না কারো বিশ্বাসের আস্থা
আমায় যদি উলঙ্গ করতেই হয়
কর
তবে খুব নির্জনে কর, নীরবে কর, নিস্তব্ধে কর
মনে রেখ, তোমার মত আমিও মানুষ...

আমারও বন্ধু আছে, বান্ধব আছে, আছে জুনিয়র, আছে সিনিয়র
আমায় যদি এতোটাই ছোটো করতেই হয়
কর
তবে খুব নির্জনে কর, নীরবে কর, নিস্তব্ধে কর
মনে রেখ, তোমার মত আমিও মানুষ...

আমারও উঁচু হয়ে দাঁড়াবার কোন না কোন স্থান আছে
আমারও নিচু হয়ে দাঁড়াবার কোন না কোন স্তর আছে
আমারও বুক ফুলিয়ে কথা বলার কোন না কোন মঞ্চ আছে
আছে আত্মীয়, আছে প্রিয়জন
আমায় যদি এতোটাই ঘৃণা হয়
ঘৃণা কর
তবে খুব নির্জনে কর, নীরবে কর, নিস্তব্ধে কর
মনে রেখ, তোমার মত আমিও মানুষ...

আমারও কোনো না কোনো নির্জন স্থান ছিল
ছিল আস্থার জায়গা
আমায়তো সেখানেই উলঙ্গ করতে পারতে
পারতে দু'গালে অনর্গল জুতোর চিহ্ন বসাতে
পারতে ইচ্ছেমতো কানধরে উঠবস করাতে
না, তুমি-তা করনি
দিয়েছ অপবাদ
অপবাদ যদি দিতেই হয়
দাও
তবে খুব নির্জনে দাও, নীরবে দাও, নিস্তব্ধে দাও
মনে রেখ, তোমার মত আমিও মানুষ...

আমিতো কারো না কারো চোখে, বাগানের পুষ্প ছিলাম
আমিতো কারো না কারো চোখে, মসজিদের খতিব ছিলাম
ছিলাম আলোর নিষ্পাপ প্রদ্বীপ
আমায় যদি লুটতেই হবে ইজ্জত
লুটে নাও
তবে খুব নির্জনে লুটো, নীরবে লুটো, নিস্তব্ধে লুটো
মনে রেখ, তোমার মত আমিও মানুষ...

আমিতো কারো না কারো চোখে বিশুদ্ধ জল ছিলাম
আমিতো কারো না কারো চোখে শুদ্ধতার গল্প ছিলাম
ছিলাম স্বপ্নের এক পবিত্র তাজমহল
আমায় যদি করতেই হবে নেড়া
কর
তবে খুব নির্জনে কর, নীরবে কর, নিস্তব্ধে কর
মনে রেখ, তোমার মত আমিও মানুষ...
০১-০৭-২০২০