সবখানেতে-ই চলছে ভীষণ তেলমারা–তেলমারা
দিনেদিনে বাড়ছে দেখি কমছে না ভাই তেলমারা।

কেউ মারে তেল আলোর পিছু
কেউ মালে তেল কালোর পিছু
আলো-কালো সবকিছুতেই মারতে হবে তেল
তেল যদি না মারতে পারো ভাগ্যে আছে জেল।

ভার্সিটিতে ভর্তি হতে তেল লাগে
সরকারীতে চাকরি নিতে তেল লাগে
উচ্চপদে মান বাড়াতে তেল লাগে
যেখানে যাও সেখানে ভাই তেল লাগে
তেল না দিলে হুমকি দিয়ে বলবে–শালা দূর
দেশ-বিরোধী বানিয়ে দেব, প্রথম সারির চোর।

গুণী হতে পকেট ভরা তেল লাগে
নেতা হতে এই-দেশেতে তেল লাগে
পদক পেতে জায়গা মতো তেল লাগে
যেখানে যাও সেখানে ভাই তেল লাগে
তেল না দিলে হুমকি দিয়ে বলবে–শালা দূর
কালো টাকার ধান্ধা করিস খবর আছে তোর।

পুলিশ বেটার কাছে যেতে তেল লাগে
পত্রিকাটা রাখতে ধরে তেল লাগে
পক্ষে বিচার আনতে হলেই তেল লাগে
যেখানে যাও সেখানে ভাই তেল লাগে
তেল না দিলে হুমকি দিয়ে বলবে–শালা দূর
এক-নিমিষে নিভিয়ে দেব গলার যতো সুর।

এই যে তুমি শিল্পী হবে, নায়ক হবে–তেল আছে?
সবার সেরা নেতা হবে, কবি হবে–তেল আছে?
বড় মাপের পদক পাবে, গুণী হবে–তেল আছে?
তেল যদি-বা নাই থাকে
তোমার খবর কে রাখে?
তেলের ডিব্বা সামনে আনো তাইলে তোমার সব
তেল ছাড়া ভাই মিলবেনা আজ দু'টাকারও জব।

কেউ মারে তেল খোলা মাঠে
কেউ মারে তেল নীরব হাটে
খোলা-নীরব যেখানে যাও সেখানে ভাই তেল
তেল যদি না মারতে পারো ভাগ্যে আছে জেল।