অবহেলায় রাত কাটে যার, দিন কাটে
তারে তুমি দেখতে এলে নদীর খেয়া ঘাটে।
কোদালখানা দু'হাতে যার
চারদিকে বেশ অন্ধ আঁধার
তার সাথে আজ মিলতে এলে তপ্ত দুপুর মাঠে।
অবহেলায় রাত কাটে যার, দিন কাটে
তারে তুমি দেখতে এলে নদীর খেয়া ঘাটে।
সুখ বিলাসী সুখের মানুষ
তার সাথে কি মিলবে মিল
বাঁশের বেড়ার বন্দী গুহায়
তৃপ্ত রবে তোমার দিল?
কেরাসিনের আলোয় দেখো, চেহারা তার ষাটে!
অবহেলায় রাত কাটে যার, দিন কাটে
তারে তুমি দেখতে এলে নদীর খেয়া ঘাটে।
তার বাড়িঘর ভাঙা টিনের
ভিটেমাটি আজও ঋণের
তার সাথে গো কেমনে তুমি করবে দিবস পার?
রূপার ছেলে মিলতে পারে, বেচাকেনার হাটে!
অবহেলায় রাত কাটে যার, দিন কাটে
তারে তুমি দেখতে এলে নদীর খেয়া ঘাটে।