সাঁঝ
এলো হঠাৎ আমার-ই
বুকে

কাজ
নে-ই অবেলায় অশ্রু
চোখে

লাজ
টুকু মেতেছে চোখে
মুখে।

রাজ
করা হল না ধরা
বুকে

সাজ
ছিল যতো ক্ষণিক
সুখে

আজ
তরী ডুবে শতো
অসুখে।