দেশ
আমার প্রিয় মা, জননীর
মতো

ফ্রেশ
চোখে চেয়ে দেখো, ইচ্ছে
যতো

শেষ
নাহি এদেশের রূপ আছে
এতো

পেশ
আর করবো কী? আছে শতো
শতো

ক্লেশ
নেই সুখে আছি, শির নাহি
নতো

রেষ
নেই মিলেমিশে দিন করি
গতো।