কতদিন হল দেখিনি পাহাড়
হয়নি দেখা রাতের আকাশ
মায়াবতী তুমি নদী–চর ভুলে
কার দেওয়া ফুল গেঁথেছ চুলে?
তুমিহীন আমার প্রভাত বিফল
সন্ধ্যা-দুপুর পরেছে শিকল
সাগরের বুকে হাসিখুশি নেই
মায়াবতী তুমি চলেগেছ যেই
শুন্যতায় আছি ভরপুর।
কতদিন যায় হয়নি দেখা
শহরের ঐ অলিগলি পথ
দেখিনি বছর পূবালী বাতাস
বুকে জমা শত অভিমত
তুমিহীন আমার পদ্য কবিতা
হারিয়ে ফেলেছে গিটার-সুর
মায়াবতী তুমি চলেগেছ যেই
শুন্যতায় আছি ভরপুর।