ফুল-পাখিদের কাব্য, ছড়া...
আঁকবে যদি;
শব্দ আছে?
মিষ্টি, মধুর শব্দ আছে?
প্রেমের শব্দ!
পাখির শব্দ!
কিংবা সকল ফুলের শব্দ!
নদী এবং নারীর শব্দ!
নিত্যনতুন সহজ শব্দ।
শব্দ
শব্দ
শব্দ।
শব্দ আছে? শব্দ।
শব্দ যদি নাই বা থাকে?
কাব্য তোমার শুকনো রুটি!
পাঠক কী আর আদর করে–
এসব মনে রাখে?
শব্দ বিহীন কাব্য, কথন–
সুবাস বিহীন ফুল!
উলঙ্গ সব কাব্য টেনে!
কবির সাথে তুল?