কাল যেখানে অগ্নি ছিল মানব পিছু
আজ সেখানে শান্ত অনিল করে খেলা
কাল যেখানে রক্ত ঝরানো ক্ষুদ্র কিছু
আজ সেখানে প্রেম-প্রীতির শ্রেষ্ঠ মেলা।
নর তুমি যখন ছিলে বাঁধন হারা
তখন ছিলে শুধু তুমি পশুর কায়া
অন্ধ জগে আলোর বাতি আনলো যারা
মেদীনির সব খানেতে ওদের ছায়া।
নষ্ট মানব সভ্য হলো আজ ধরাতে
শাসকের তাড়া খেয়ে দূর হলো পাজি
দেশের মানুষ শান্ত কে রাখবে বাজি?
ফুল ফুটেছে অশান্ত মানব কথাতে।
মুগ্ধ আমি শুদ্ধ তুমি নাই হানাহানি
শান্ত জলে ভেসে যাবো করে কানাকানি।
০৬-০৯-২০১৫