সাত হাজার পাঁচ শত প্রাণ
নেপালেরা হারিয়ে
মনের শোকে অশ্রু ঝরায়
করুণ সুরে দাঁড়িয়ে।
মরলো কারও বুকের দুলাল
মরলো কারও বোন
নেপালের ঐ আকাশ জুড়ে
সর্বনাশী খুন!
স্বদেশ পাখি নয় তো তাঁরা
ভিন্ন বাসি লোক
তবু হৃদয় ছাই হয়ে যায়
কাতর দেহ, চোখ!
গভীর রাতের আর্তনা, হাত–
কবুল কর রব
হাত, পা ঠুটা আছে যারা
রক্ষা কর সব।