এক-কোটি আকাশ দেখার পর, যদি চাঁদ চিনলে না!
এক-কোটি বাগান ঘুরার পর, যদি গোলাপ কিনলে না!
এক-কোটি চোখ দেখার পর, যদি মায়ায় পড়লে না!
এক-কোটি হৃদয় জানার পর, যদি হাত ধরলে না!
এক-কোটি হাসি দেখার পর, যদি রত্ন খুঁজলে না!
এক-কোটি প্রেম দেখার পর, যদি যত্ন বুঝলে না!
এক-কোটি মানুষ চেনার পর, যদি ঘর বাঁধলে না!
এক-কোটি কবিতা পড়ার পর, যদি কবি জানলে না!
দোষ নেই! উত্তম কিছুর অভাব।
এই যে এতো অপূরণ তোমার, রুদ্রদাই জবাব।