আকাশ আমার বন্ধু হবে
পাঠিয়ে দিলো চিঠি
জোছনা আমার তারি সাথে
জ্বলছে মিটিমিটি।

পক্ষী আমার গানের মেলায়
আসছে ডানা মেলে
কবির সাথে প্রাণ ভরিয়ে
এবার যেতে খেলে।
আজ হৃদয়ে বৈশাখী ঝড়
পড়ে রঙিন চিঠি।

অনিল আমার আসছে দেখো
হস্তে নিয়ে পাখা
হৃদয় খানি করতে শীতল
পেলাম তারি দেখা।
আয় দেখে যা সবুজ পাতা
বন্ধু দিলো চিঠি।

ভানু আমার আঁধার ঘরে
আসছে আলো নিয়ে
সৃজন ধরায় নিত্য ঋণী
শুধাবো কি দিয়ে?
বিদায় নেবো এইতো আমি
রেখে যাবো চিঠি।
০২-১০-২০১৫