আগুনের প্রতি আমারও কোন ভালবাসা ছিলনা!
ছিল শুধু পুড়ে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ভয়।
কিন্তু, আজ যখন তুমি এসে বলছো?
আগুনকেই জয় করতে হবে!
তবেই নাকি তোমার উপযুক্ত হব আমি।

আচ্ছা বলত? মানুষ, মানুষের উপযুক্ত হয়ে দাঁড়াতে-
কতগুলো অব্দি একাধারে পুড়তে হয়?
উত্তরে যদি বল- বছরের......পর বছর।
তখন আমি বলব-
আমিতো সেই পুড়ে যাওয়া পাহাড়টির কান্না থেকেই অবিরত পুড়ে যাচ্ছি।
তুমি কি তা কখনো ভেবে উঠতে পেরেছো?

ওগো বন্ধু?
পৃথিবীর কিছু মানুষ, কিছু মানুষের উপযুক্ত হয়ে দাঁড়াতে-
আরো যতো অব্দি পুড়তে হয়?
আমাকে তুমি পুড়িয়ে নাও।
কারণ, আমি পুড়তে এসেছি!
খুব যতনে পুড়তে এসেছি
এবং মানুষকে নিস্পাপ ভালবাসতে এসেছি।
০৩-০৯-২০১৯