দরোজার ফাঁক করে উঁকি দিয়ে চাওয়া–
ষোড়শী বালিকা তোমার, শেষ হলো নাওয়া?
ছোটো ছোটো চোখ দুটো, এতো কথা কও?
কি যে মায়া ঠোঁট খানি, বুকে যদি রও!
বুকের জমিনটুকু বানাবো আকাশ!
সকাল–দুপুর হব, বৃষ্টি!
জোসনার আলো হব!
পাখি আর ফুল হব!
সাগরের ঢেউ হব!
তোমার রূপের প্রেমে–পূবালী বাতাস হব!
তারপর একদিন–
আমরা দু'জন মিলে গাছ আর ছায়া হব!
আকাশের নীল হব!
সবুজের মাঠ হব!
কবিতার হাট হব!
এরপর ক্রমাগত কোনো এক দ্বীপ হব!
তারা এসে বলবে–
তোমাদের মত করে, আমরাও প্রেম হব!
পৃথিবীর প্রেম.......!