তোমাকে খুঁজে নেওয়া এতোটা কষ্টের–
কখনও ভাবিনি।
ভাবিনি আমায়, হাঁটতে হবে–
পৃথিবীর দুরন্ত পথ!
এই পথ প্রতিক্ষার পথ! আমায় আটকে রেখেছে– একুশটি বছর।
জীবনের এক-তৃতীয়াংশের আয়োজন–
এখানেই শেষ।
তবুও তোমায় খুঁজে বেড়াই পৃথিবীর অলিগলি!
এতো দূর অপেক্ষার পর–চলেছি একা, ভীষণ একা
কখনও ঘর বাঁদি, নদী-তীরে ঘর
কখনও জনমানবহীন অরণ্যে
কখনও গাছের ছায়ায়, বৃক্ষ পটে
কখনও মরুভূমির বালুকাবেলায়
কখনও সমুস্র সৈকত–তপ্ত দুপুরে
অন্যরকন জীবন আমার। শুধু বেঁচে থাকার অভিনব।
ক্রমাগত একুশটি বছর ধরে–
চেয়ে আছি তোমার ষোড়শী বয়সের পানে
আমি এখন অন্যরকম মরা শালিক
আমাকে উদ্ধার করো নারী
মুক্ত করো পথের খামখেয়ালি হতে।