কুরান-হাদীস পড়লে তুমি
জানলে ভাল-মন্দ
তোমায় তবু যায় দেখা যায়
চশমা পরা, অন্ধ!
মানুষ তোমায় শ্রদ্ধা করে
কথায় থাকে মুগ্ধ
তুমি আবার ভুল ব্যাখ্যাতে
তৈরি করো দ্বন্দ্ব।
জ্ঞান-গরিমা অল্প তাদের
তোমায় ভাবে সব
সুযোগ বুঝে ভন্ড তুমি
চালাও তোমার জব।
লক্ষ্য তোমার করবে জারি
সত্যকে যাও ভুলে
মিথ্যাবাদী জন্ম তোমার
কোন মায়েরি কোলে!
দ্বীনের টুপি মাথায় দিয়ে
এই যদি হয় চাল
‘ক’ জানে না ‘ব’ জানে না
তার কী হবে হাল?