আসি বলে বিদায় নিলে
পাখির মতো উড়াল দিলে
অপেক্ষায় দাঁড়িয়ে তবু বিদায় প্রান্তরে
স্বপ্ন ভরা মনের মাঝে
এসো ফিরে আগের সাজে
তোমার জন্য অপার মায়া আমার অন্তরে।
তিনটি বছর প্রেমের বাগে
বন্দী ছিলাম অনুরাগে
স্মৃতির পাতা উস্কানি দেয় সকাল-দুপুরে
শূণ্য আমি তবু বাঁচি
ব্যথার পাহাড় বক্ষে নাচি–
যত্নে রাখে। ফেলে যাওয়া পায়ের নূপুরে।
১৮-১০-২০১৫
মধ্যভাড্ডা, মেরুল, ঢাকা।