আমার যত রাত্রি দিলাম–তোমার নামে লিখে
যতন করে রাখিও তুমি–তোমার চারিদিকে
দূর আকাশে মেঘ জমালে–খবর নিও আমার
পারলে তুমি পাঠিয়ে দিও–কষ্টগুলো তোমার!

আমার যত স্বপ্ন দিলাম–তোমার পল্লী, পাড়ায়
যতন করে রাখিও তুমি–কেউ না যেন তাড়ায়।
একসকালে রোদ না এলে–খবর নিও আমার
পারলে তুমি পাঠিয়ে দিও–কষ্টগুলো তোমার!

আমার যত ইচ্ছে দিলাম–তোমার ফুলের দেশে
যতন করে রাখিও তুমি–আমায় ভালোবেসে।
খুব বিরহে ঘুম না এলে–খবর নিও আমার
পারলে তুমি পাঠিয়ে দিও–কষ্টগুলো তোমার!

আমার যত পদ্য দিলাম–তোমার প্রেমে লিখে
যতন করে রাখিও তুমি–তোমার দিকে দিকে।
থমকে গেলে শব্দ বাহার–খবর নিও আমার
পারলে তুমি পাঠিয়ে দিও–কষ্টগুলো তোমার!

আমার যত পুষ্প দিলাম–তোমার খোপায় গেঁথে
যতন করে রাখিও তুমি–না পারি দূর যেতে।
হঠাৎ যদি পথ ভুলে যাই–খবর নিও আমার
পারলে তুমি পাঠিয়ে দিও–কষ্টগুলো তোমার!

আমার যত আবেগ দিলাম–তোমার চিত্ত জুড়ে
যতন করে রাখিও তুমি–যা খুশি নিও পুঁড়ে।
এক মানুষের মৃত্যু হলে–খবর নিও আমার
পারলে তুমি পাঠিয়ে দিও–কষ্টগুলো তোমার!