৫২ দেখিনি। ৭১-ও দেখিনি। গল্প শোনেছি।
মায়ের মুখে, বাবার বয়োসী মুরব্বি চাচাদের মুখে।

আজ ৫২ বলুন? আর ৭১ বলুন?
আমার কাছে ঝলমলে এক ইতিহাস।
২৪ আমার স্মৃতি।
আমি তাই ২৪ এর জুলাইয়ের কথা বলছি...

এ দিনেই প্রথম দেখেছি আমি–
শহিদেরা কীভাবে রক্ত দেয়।
কীভাবে রাজপথে পেতে দেয় বুক।
আমি আরও দেখেছি–
ছাত্রজনতার ঐক্যবদ্ধ শক্তি।
যে শক্তির হাতে ১৫ বছরের ভ্রান্ত প্রাচীর
মুহুর্তে ভেঙেচূড়ে চূড়মার হয়েছিল,
পালাতে হয়েছিল–
সংসদ ছেড়ে–প্রাণের ভিক্ষায়!