অনেক বছর গেলো ভরা-সাগরে সাঁতার কেঁটে!
আজ না হয় এসো, পাহাড়ের বুকে সাঁতার কাটি!
আমি আসলাম, অতঃপর দাঁড়িয়ে থাকলাম–
তুমি আসলে না।
তুমি আসলে, অতঃপর দাঁড়িয়ে থাকলে–
আমি আসলাম না।
এভাবে একটু-একটু করে চোখের কোণে তৈরি হলো অভিমানের ঘর!
তারপর কোন একদিন আমাদের মাঝে এমনটা দুরত্ব হলো
তোমার পথ চেয়ে আমি...
আমার পথ চেয়ে তুমি...
আমরা ইদানীং একে–ওপরের জন্যে অপেক্ষমান।
ঐ যে ছবি দাশ ঠাকুর, পৃথিবীর শহর-গলি অতিক্রম করে
অরণ্যের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন–
শুধুই হৃদয়ের টানে!
আমরা হৃদয়ের টানে–জীবনের অনেক কিছু হারিয়ে ফেলি।
তুমি আর আমি। আমরাই প্রথম আবিষ্কার করেছিলাম–‘প্রেমের নীল আকাশ!’
আবিষ্কার করেছিলাম–‘দুরন্ত একটা প্রেমের পাহাড়!’
আজ পাহাড় কিংবা আকাশ এরা প্রত্যেকই নানা ভাগে বিভক্ত!
আজ পাহাড়ের মালিকানা অনেকেরই...
আজ আকাশের মালিকানা অনেকেরই...
আজ তুমিও নেই, আমিও নেই
শুধু আছে, একে-ওপরের জন্যে অন্তত অপেক্ষা!