ঠোঁটের হাসি
মুখের হাসি
এই যে আমার সুখের হাসি
সবটুকু আজ অন্ধকারে
জলের মত ভেসে ভেসে–
জীবন পাড়ায়
বসত জমায়!
চোখ মেলে তাই আঁধার দেখি.....
চলতে গিয়ে থমকে তাকি!
ত্রিশের কোটায় যৌবন আমার–
পুড়তে শুধুই দেখি......
নদীর যত ইচ্ছে ছিল.....
পাখির যত স্বপ্ন ছিল.....
দেখার মত এ পাড়াতে কেউ ছিল না, কেউ।
আমার জীবন পাখির মত!
আমার জীবন নদীর মত!
অপূর্ণতায় ঘিরে আছে–নীল অসুখের ঢেউ!
কি-নিদারুণ জীবন নদী!
পথের খুঁজে এই বয়সে, আঁধার করি জয়!
ভয় করে তাই ভয়!
এক জীবনে–আর কতকাল, নষ্ট অসুখ সয় ?
২৩/০৭/২০২৩ (মহাখালী, ঢাকা)