পক্ষী সুর শুনে,স্বীয় কথা গেছ ভুলে,
ওর গান রবে ধরা, তুমি মিশে ধূলে।
খেলা করে নেচে গেয়ে নৃলোক পাতায়,
যাও নি রেখে কিছুই সফেদ খাতায়।
বীণা হয়ে যদি তুমি রেখে যেতে গান,
তোমার গানের মতো রচিত বিধান।
নীড়হারা মানবের বুকে নিয়ে প্রীতি,
যে-জন মরবে মহী, সে-জনই স্মৃতি।
বিশ্বাস আর নি:শ্বাস সব আছে বুকে,
পৃথিবী মানুষ হবে কবিতার চোখে।
লেখনীর কালি সেরা, খুলে নেবে তালা,
জেগে ওঠো আছো যারা পরবেই মালা।
সংশয় ভয় নিয়ে কেন বলো কথা?
বীর হয়ে লড়ে দেখো কাছে নেই ব্যথা।
বিশাল এ ভুবনে আমি, বলি তুমি কে?
গুণ যদি নাই থাকে ধরার এ বুকে।
বেঁচে রও বেঁচে রও রবি তারা হয়ে,
স্ব-কথাটি পিছে রেখে পৃথিবীর হয়ে।
৩০-১০-২০১৫