সূর্য উদয়-অস্ত
সারা বেলা, সারাক্ষণ
যাকে দেখি
ভেতর চোখে দেখি
খুব মনোযোগ নিয়ে- যাকে দেখি
একদম চোখ বরাবর–
দেখা হয় যার সাথে!
তার সাথেও অভিনয় করে বলতে হয়–
কত দিন যায়, হয়নি দেখা!
চোখের অসুখে!
দাঁড়াও! চোখে চশমা তুলি।

আর না হয় খুব কাছে গিয়ে অভিনয় করে বলতে হয়–
এতো অন্ধকার চারপাশে!
চোখে দেখছি না, বাল্বটা জ্বালাও।
বহুদিন পর এসেছি
এক - কোটি বছরের মোলাকাত হোক!

এদিকে দূর হতে বহুদূরে
কোনোকালে হয়নি দেখা যার সাথে
দূরের মানুষ
বহু বছরের পথ।
সবটুকু দূরত্ব ক্ষমিয়ে
অচেনা, অজানা মানুষের সাথে
ফুলের আচরণ দেখাই
অতঃপর ইশারা করি
চশমা বিহীন চোখের ইশারা!

আমরা হরহামেশা ঘর চিনতে ভুল করি
আমরা না চেনা পথের সাথে
মায়ায় জড়াই।
অদ্ভূত আমাদের মায়ার জলসিঁড়ি!
১৪-০৫-২০২৩