ধনী তোমার টাকা আছে
ভালো খাবার খাও
নষ্ট খাবার আমার হাতে
নিত্য তুলে দাও।

ইচ্ছে হলে গাড়ি চড়ে
মিতার বাড়ি যাও
ধাক্কা মেরে আমার গায়ে
অনেক মজা পাও।

সকাল-দুপুর নতুন জামা
বদল করো ভাই
আমার জামা ছেঁড়া দেখে
থুতু ফেলো তাই!

দালান ঘরে ঘুমাও বলে
আমায় করো হেলা
মানুষ হয়ে মানুষ নিয়ে
কেমনে করো খেলা?