বন্ধু তুমি শুনে রাখো
আমার মনের চাহিদা
এবার ঈদে দিতেই হবে
যা চাহিবে নাহিদা।

অনেক আগে বলছি রেখে
চৌদ্দ সালের মত
পাখি ড্রেস বৃদ্ধ হলো
নতুন এলো শত।

সব নতুনের মধ্য থেকে
একটি ড্রেস দামী
নামটি তাহার কিরনমালা!
আমায় দেবে স্বামী।

ছোটো বড়ো সবার মুখে
কিরনমালার নাম
বাজার নিয়ে চলো আমায়
রাখো তোমার কাম।

হাতেগোনা দিন আছে আর
এসে গেলো ঈদ
কিরনমালার জন্য আমার
চোখে যে নাই নিদ।