এক শ্রেণির মানুষ আছে
টাকার পিছু পিছু
টাকা ছাড়া তার জীবনে
নয় তো দামী কিছু।

এক শ্রেণির মানুষ আছে
তেলমারা তার স্বভাব
পরের টাকায় পকেট চালায়
দূর হয়না তার অভাব।

এক শ্রেণির মানুষ আছে
দালালী তার কর্ম
সরল-সোজা মানব পেটে
লাত্তি মারাই ধর্ম।

এক শ্রেণির মানুষ আছে
ভণ্ডামি তার পেশা
দিনের আলো ফাঁকি দিয়ে
রাতের বেলায়, নেশা।

এক শ্রেণির মানুষ আছে
দেশের চোখে ফুল
গোপন চোখে, আসলে সে–
আবর্জনার মুল।