আমার হাত
ভুলেও ধরো না
এক হাতে আগুন
অন্য হাতে বিষ

আমার চোখ
এ-তো আরও কঠিন
এক চোখে নুন
অন্য চোখে মরিচ

আমার মন
তাকে ছুঁতে এসো না
বুকের ডানে দ্বন্দ্ব
বাম বুকে সন্দেহ

আমার প্রেম
কুড়াতে এসো না
আজীবন দাসী হয়ে
লাশ হয়ে যাবে....
০৬-১০-২০২৪