সুখে আছি কষ্ট নিয়ে
এমন কথা মুখটি দিয়ে
বলছি কেনো বলতে পারো আমার দেশের ভাই,
বলতে যদি নাই-বা পারো
সুখি হওয়ার চিন্তা ছাড়ো
সুখি হওয়ার জন্য বিশাল ধৈর্য থাকা চাই।
ধৈর্য ছাড়া এই ধরাতে
সুখ আসেনা আপন হাতে
রঙিন জীবন গড়তে হলে কষ্ট সইতে হয়,
কষ্ট কে তাই বন্ধু বলে
কেউ যদি তার বক্ষে তুলে
তারই জীবন মহান হবে সুখের হবে জয়।