ভালো নেই! কেউ ভালো নেই!
বন-পাখি কেউ ভালো নেই!
ঝর্ণার বুকে আলোড়ন!
মরে যাওয়া নদীর মতন!
কতকাল অরণ্য জুডে......
পশুদের হাহাকার-চিৎকার!
বৃক্ষরা জ্বলে-পুড়ে ছাই!
সুখ নেই, সুখ নেই-তাই।
ক্ষেত জুড়ে তপ্ত খরা!
সবুজের ঢেউ নেই, আঁধারে ভরা!
খাল-বিল জলহীন শুকনো উঠোন!
মনুষের বাস জুড়ে আগুন! আগুন!
নীল আকাশ ভালো নেই!
ভালো নেই চাঁদ!
রাত্রির গায়ে জুড়ে আগুনের ফাঁদ!
ঘর বল, বাড়ি বল সবখানে ক্ষত!
ফুলেভরা বাগানেরা লাশে পরিণত!
বাদলার বৃষ্টিতে সুখ নেই, সুখ!
সাগরের বুক জুড়ে অসুখ! অসুখ!
পথ-ঘাট যাই বলি- কেউ ভালো নেই!
ঘরে-ঘরে বৃদ্ধরা গোপনে পুড়েই!
রাত বল, দিল বল কিংবা সময়
সবখানে খুঁজে দেখি অসুখের ভয়!