চোখের পাতায় প্রেমের পরশ
অন্তরে মিল তুষ্ট বেশ
ফুল, পাখিরা মেলছে ডানা
তোমরা উড়ো দেশ-বিদেশ।

প্রেমের প্রাচীর স্বপ্নে আঁকা
হৃদয় ঘ্রাণে পাশে তাকা
উভয় প্রাণে পুষ্প মাখামাখি,
কাছের মানুষ কাছে রাখা
নিখুঁত প্রেমের চলুক চাকা
নিত্য করুক ভ্রমর ডাকাডাকি।

জোসনা ভরা রাতের আকাশ
মায়ার থাকুক। শান্তি পাক
রোজ প্রতিদিন আলো–ছায়া
তোদের পাড়ায় লেপ্টে থাক।