চারদেয়ালে বন্দী জীবন
সিগারেটে ঠোঁট পুড়াই!
দুঃসময়ের সময়টুকু–
কাব্য পাতায় আঁকতে গিয়ে, একলা-একা রাত কাটাই।

সকাল কাটে ঘুমের ঘোরে
ভোর আসে না ভোরে!
সুখের সাথে হয় না দেখা–
ঘুঘুর মতো কে যেন রোজ, হৃদয়টা খায় খুঁড়ে।
২৩-১২-২০২২