ভালোবাসা যেখানে মরা গাছের মত
সেখানে জিম্মি করে সংসার হয় না
দুটি মনের আলিঙ্গন হয় না
সুখ থাকে না
সুখের জন্য দুজন দু'জনার প্রতি
গভীর বিশ্বাসের সাগরে ভেসে ভেসে–
বাসতে হয়!
এক তর্ফা সুখ হয় না
সুখ আসে দুজনের হাতের শক্ত বন্ধনে
পুরুষের হাত যতোই এগিয়ে যাক
নারীর হাত যদি তার থেকে গুটিয়ে নেয়
সেখানে সুখের বদলে প্যারা আসে
অপমানের গল্প হাসে
গল্প জন্ম হয় হাজারে হাজার....
অজুহাতের বিষাদের গল্প
তারপর যতোই চেষ্টা চালিয়ে যাও
কথায় কথায় আবর্জনার গন্ধ ছড়ায়
তখন একটু ভালো লাগা থাকে না
যা তাকে সব ইচ্ছের বাহিরের গল্প
এরপর কেউ কাদে, কেউ তার মত করে–
তার ভুবনে অট্টালিকা সাজায়!
২৯-১০-২০৪