ঢঙের চরাচরে
রঙের ঘর বেঁধে,
যে ছিলো আমার,
সে চলে গেছে–
দূর অজানায়...
দেখা নেই, কথা নেই,
জীবনের গল্পের, কোনো পর্বে,
সেই জন, এক জন,
তরী নিয়ে ঘাটে এসে–
ডাকলো আমায়।
তার ডাকে সাড়া দিয়ে
উঠে বসি সেই তরী
সেই তরী তার মত
দূরেতে হারায়।
জীবনের অধ্যায়
বারবার খোলে দেখি
চলে যাব পরপারে–
সফেদ জামায়!