ফুলেরা হাসুক
তোমার পৃথিবী জুড়ে
পাখিরা থাকুক।
আমায় না হয় আগুনের শিখা–
কষ্ট দিয়েই রাখুক।

তোমায় ছাড়া কষ্টে থাকি
একলা, একা পুড়তে থাকি
তুমি ছাড়া, আমায় তবু–
অন্যরা না জানুক।
১০-০৮-২০২২