ঘুরতে এলাম জয়া সড়ক
দেখতে এলাম পদ্মাবতীর পাড়।
যেখানে যাই ছুটতে দেখি–
আমার পিছু। কালো বেদীর ষাঁড়!
সংসদে যাই ভাষণ দিতে
উপস্থাপিকার ঈর্ষাতে মুখ লাল!
রোজ প্রতিদিন যারে দেখি
সে-তো দেখি আমার গোপন কাল!
পদক দেবে–‘প্রেমের কবি’
একাডেমির মহৎ আয়োজন
গৌরবের এই উৎসবে আজ
পুড়তে দেখি সামান্য ক'জন!
দাওয়াত পেলাম জাতিসংঘের
জাতিসংঘ করছে বরণ ফুলে
পাশের মানুষ হিংসুটে বেশ
বিজয় দেখে লাউয়ের মতো ফুলে!