এখানে আগুন কেন?
আগুন আমার শরীরে দাও!
আমি–
অগ্নিতে পৃথিবী পোড়ুক
এমনটা চাই না।

এখানে কান্না কেন?
কান্না আমার চোখে দাও!
আমি–
অশ্রুতে পৃথিবী কাদুক
এমনটা চাই না।

এখানে বন্যা কেন?
বন্যা আমার হৃদয়ে দাও!
আমি–
প্লাবনে পৃথিবী ভাসুক
এমনটা চাই না।

এখানে মরণ কেন?
মরণ আমার নিঃশ্বাসে দাও!
আমি–
মৃত্যুতে পৃথিবী জাগুক
এমনটা চাই‌ না।

আমি চাই...
মৃত্যুর আগে আগে আমার–
পৃথিবীর মানুষ হাসুক।