কয়েকটি মাস থেকে আমার শব্দরা–
থেমে আছে। আগেকার মত এখন আর তারা–
কবিতার ঘ্রাণে–মগজে, মননে নাচে না!

ফুলেরা আজকাল মুখ ফিরিয়ে নিয়েছে!
পাখিসব ছেড়ে গেছে আমার রঙিন উঠোন!
ভরা নদী এখন আর আমার ধার ধারে না!
বৃষ্টিরা পথ হারায়ে–ঝরে পড়ে অরণ্যে।
পূবালী হাওয়া রোজ এসে পল্লী মাড়ায়!
তারা সব খুঁজে না আমায়!

আজকাল আমার বাস জুড়ে কালো অন্ধকার!
তীব্র রোদ্দুরে পুড়ে যায় শরীর!
ইদ্যানিং সবখানে আমার অসুখ
হাতের অসুখ, পায়ের অসুখ
বুকের জমিন জুড়ে অসুখ আর অসুখ।

কতকাল এরূপ অসুখে–কেটেছে আমার...
সিগারেট ধোঁয়ায় পুঁড়েছে ঠোঁট!
নারীহীন বেদনারা হৃদ খুঁড়ে খায়!
এ জীবন যেন এক অদৃশ্য মরুভূমি।

একত্রিশটা বছরের পথ পাড়ি দেওয়ার পর–
বেদনার আকাশে উড়ে এলো–
হারায়ে যাওয়া, বারোটি বছরের নাও!

তারপর,
ভরা তরী জলে ভেসে ঠেকে যায় কিনার।
জমে থাকা ব্যথা সব আশা খুঁজে পায়।

আজকাল অভিমান দুটো মনে করছে বিরাজ
কবে জানি থেমে যায় স্বপ্নের পথ?
১২-০৬-২০২৪