মানুষের পৃথিবীতে পাখিরাও ঘর বাঁধে।
স্বপ্ন দেখে, আকাশের উপমায়।

আমরা মানুষ, পাখিদের ঘর নিয়ে হাসতে জানি!
ঝড়ের ন্যায়, অরণ্য পাখিদের মন ভাঙ্গতে জানি!
জানি, পাখিদের জীবন নিয়ে খেলতে!

ভয়হীন পাখি, তবুও মানব স্বপ্নের তাগিদে বাঁচতে জানে।
জানে, ঝড়-তুফানে প্রাণ খোলে হাসতে।

পাখিরা, নিজের সুখের সন্ধানে উড়তে জানে না।
জানে না, মানুষের মত কলঙ্ক বিদ্রোহ।

আমরা জানি। আমরা মানুষ।
মানুষের চরিত্র একটু অন্য রকম।

আমরা দেখেছি মানুষকে- মানুষের ঘর ভাঙ্গতে...
আমরা দেখেছি মানুষকে- মানুষের ঘর সাজাতে...

আজকাল-
আমরা আর কারো ঘরভাঙ্গা দেখতে চাই না
আমরা চাই-
প্রাণি জগতে সবার একেকটা আগাছা মুক্ত ঘর হোক।
২৭-০৩-২০১৭