দুটো আঁখি দিশেহারা পথিকের মত পথ খুঁজে ক্লান্ত!
উত্তাল সাগরের ঢেউয়ে-ঢেউয়ে অস্থির!
চাইলেও আর জল আসে না চোখে;
অবুঝ শিশুর মত বায়না চোখের।

আজ দু'দিন হল
সান্ত্বনার অভাবে সবুজ পৃথিবীটা কাঁদছে
কাঁদছে লাখো লাখো আশিকে রাসূল।

ইদানীং নির্জনতার আঘাতে বুকের জমিন
তীব্র খরার ন্যায় ফেটে চৌচির
মনের সঞ্চিত হিম্মত
বেদনার আকাশসম পাহাড়ে পদদলিত,
রিক্ততা গাছের ছায়ার মত উবে গেছে আমাদের পাড়ায়।

আমাদের পাড়ায় এখন আর ঘুম নেই
আমাদের পাড়ায় এখন আর সুখ নেই
যেন চারদিকে হাসি-খুশির মৃত্যুর বন্যা।

আমরা হারিয়ে ফেলেছি একটি ফুল
যে ফুলের সৌরভ শিখায় অন্ধকারে আলো জ্বলেছিল
যে ফুলের ছহবতে দূর হয়েছিল অমাবস্যার অন্ধকার
আমরা খুঁজে পেয়েছিলাম পথ এবং কাণ্ডারী।

পাখিরা অশ্রু ঝরায়
বৃক্ষরা অমৌসুমে পাতার সাথে যুদ্ধ করে
পাতা ঝরায়,
ফসলেরা মাঠের বুকে কান্নার আর্তনাদে বিভোর।
কয়েদি এবং নারী বন্দী কবিতার মত
নিয়তিকে খুন করার পায়তারা চালায়
তারা না পারে সামনে আসতে
না পারে ফুলকে জড়িয়ে ধরে কাঁদতে
তাঁদের লাশ হওয়া জীবনের অনেক কষ্ট আছে
কষ্ট আছে লাখো-লাখো জনতার হৃদ মহলে।

দু'দিন হল–
আমাদের রারাই ফুল সৌরভ
পূর্ণিমার চাঁদ হয়েছে ছায়াপথের আলে
আমরা জীবন-ভর সেই আলপথের অনুগামী যেন রই
অতঃপর যেন খুঁজে নেই
খোদার নেয়ামত ‘জান্নাত’।