ও পাশে যেওনা কাঁটা আছে
আছে মরা শালিকের পঁচা গন্ধ
তারপরে আছে–কিছু মানুষের ক্ষোভ।
এ পাশে এসো ফুল আছে
আছে কিছু মানুষের কোমল হৃদয়
তারপরে আছে–প্রেমিকের উদার আকাশ।
এক আকাশে যদি ক্লান্ত হও
অন্য-আকাশ আছে, ভালোবাসার।
তার পরেও যদি শূন্যতা দেখো প্রেমের!
এখানে এসো, একটা ভুবন আছে
আছে হাসি-খুশির মিলন মেলা।