বারোটি বসন্ত আগে বন্দী হয়েছিল–পাখি!
পাহাড় পথে নেমে আসা, অরণ্য বৃক্ষের সাথে!
বৃক্ষের কারখানায় পড়ে থেকে
পাখিটার দেহ-মন-বন্য পশুদের মতো
এতোটা সংকীর্ণ হয়েছে, এমনটা নয়।
তবে আলোর পরশ আজও পায়নি সে...
এরূপ গল্পের সাক্ষী–অরণ্য গাছ এবং পাখিরা!

আজকাল কবির একগুচ্ছ ঘোষিত কবিতা–
পাখি এবং বৃক্ষের বিবাহ কাবিননামা।

বারোটা বছর আগে কবির জন্ম হয়েছিল।
তবে জন্মটা বৃথা ছিল!
গোপন ছিলো আজিকার কবি।
এই যে সময়ের এতোটুকু ফারাক
আকাশ - মাটি সমতুল্য
এখানে কেমন করে দুটো কোল
এতো সহজেই একই বন্ধনে দীর্ঘজীবী হয়?

হতাশাগ্রস্ত কবি!
পাখিটার ভরা নৌকোতে উঠতে গিয়ে–
পথিকের মতো নদী-তীরে অপেক্ষমান...
এক - কোটি বছরের অপেক্ষা!